আর ক'টা দিন পরেই চলে যাবে ভাদর।
আকাশটাতে থাকবে না আর কালো মেঘের চাদর।
আশ্বিন এলেই বর্ষা রানির বিদায় নেওয়ার পালা।
আসবে শরৎ সাজিয়ে নিয়ে শিউলি ফুলের ডালা।
নীল আকাশে হাসবে রোদ ভাসবে মেঘের ভেলা।
আগমনীর বাজবে সুর প্রাণে খুশির মেলা।
শিশির ভেজা দূর্বা ঘাসে শুনবো মায়ের চরণ ধ্বনি।
শিউলি ঝরা শারদ প্রাতে আসবে মা জগৎজননী।
আসায় আসায় প্রহর গুনি আগমনীর বার্তা শুনি।
গড়ছে কুমোর খড় মাটিতে মায়ের আমার মূর্তি খানি।
নদীর পাড়ে মাঠের ধারে ফুটবে কত কাশ ফুল।
তারাও যে মায়ের পরশ পেতে অপেক্ষাতে বড়ই ব্যাকুল।
দেরি যে আর সয় না মাগো আসবে কবে বলো নাগো?
প্রতিক্ষাতে আছি বসে মাগো তুমি এবার জাগো।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন