কষ্টটাকে চেপে রেখে, হাসি ঠোঁটের কোণে
আদরগুলো চাপা থাকে , তাঁর ধমকই সবাই শোনে
মাথার উপর বটগাছ হয়ে দেয় আমাদের ছায়া
কঠোর মুখের গভীরেও তাঁর হাসিতে বড় মায়া |
চাওয়া - পাওয়ার সব আবদার তাঁর কাছে দেয় ধরা
ছেলেবেলায় রোজ শোনাতেন ঘুম-পাড়ানি ছড়া ,
মেয়ে একদিন বড় হবে , যাবে শশুরবাড়ি
শতকষ্টেও বিদায় সে দেয় , মুখ করেনা হাঁড়ি
কাজের চাপে মাঝে মাঝে সময় ও পায় না
বাড়ির কথা মনে পড়ে , তবু কথা হয়না |
সকাল বেলা বেরিয়ে সে যায় , কাজ থেকে ফেরে রাতে
তবু কন্যার আবদার সবই থাকে তাহার হাতে ,
মেয়ের ভালো রেজাল্ট হলে যার গর্বে ভরে বুক
মাঝে মাঝেই ঝিলিক দেয় উজ্জ্বল ওই মুখ
নিজের জন্য জিনিস কিনতে তাঁর ভীষণ অনীহা
সেই টাকাতে কিনবে মেয়ের বিয়ের জড়োয়া |
কঠোর খোসার ভিতরে লোকানো নরম একটা মন
লক্ষ্য শুধু একটাই তাঁর - আমাদের আশাপূরণ ,
ক্লান্ত শরীর , টলমলে পা , তবু করতেই হবে রোজগার
টাকা ছাড়া চলবেনা দিন , তাঁর কাঁধেই গোটা সংসার
পারিপার্শ্বিক চাপেই বোধহয় তাঁর বাইরেটা হয় শক্ত
সবার মুখে হাসি ফোটাতে জল হয়ে যায় রক্ত |
কাজের ফাঁকে যে মানুষটা একটু সময় পেলে
সবার সাথে সময় কাটায় হেসে আর খেলে ,
সততাই যাঁর পরম ধর্ম , সত্য যাঁহার প্রাণ
পরিবারের সবাইকে যে দেয় প্রাপ্য মান
আত্মত্যাগের অঙ্গীকারেই তাঁর পরম শান্তি
দিনের শেষে মুখে হাসি , যতই আসুক ক্লান্তি |
এই পৃথিবীতে যত আছে ভয় , নোংরা হিংস্র থাবা ,
সবকিছু থেকে বাঁচিয়ে যে রাখে ,তাঁর নাম 'বাবা' ||

আহা কী সুন্দর লিখেছ । মন ভরে গেল।
উত্তরমুছুনভীষণ সুন্দর লিখেছে মন তো ভরছে এত সুন্দর কথা মনে গেঁথেগেছে আমার বুকভরা ভালবাসা রইল আর আশীর্বাদ অনেক বড হোক এই কামনা করি
উত্তরমুছুন