পা মুড়ে ছেলেটা আঁকে ঝাঁকড়া মাথায়
ওর পায়ের পাতায় সাফল্য রোদ্দুর হয়ে খেলে
ছেলেটার আলতো দাড়ি বেভুল চোখ
সন্ন্যাসী হবার অহংকার ঠোঁটে, চিরস্হায়ী
নরম পায়ে হাত রাখি গোপনে,ইচ্ছে মতো
ডুবতে চাইলে এমন পদ্ম সরোবরই তো চাই।
খাদির চাদর গায়ে জড়ালে কোপাই জুড়ে শঙ্খ লাগে...
কোন মেয়ে ওকে ছেড়ে গেছে? তাকে সই পাতাই।
এই ছেলেকে দূরে রাখলেই ভাবসমুদ্র একার
কাছে এলেই সৌজন্য ঝুলিয়ে রাখি মুখে
হিসেব কষে কষে শাড়ির আঁচল টানি ভদ্রতার বাস্তবে
চাঁদ ডাকলে চোখ বন্ধ করে দেখি উদাস মুখ
জাপটে রাখি অক্ষর দিয়ে আঁচড়ে দিই মাথা
অপূর্ণ সাধের মতো টাটকা রেখে বলি
এই ছেলেটা আমার সোহাগ মাখবি?
অন্ধকার দিগন্তে তারা খসে...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন