শরতে র সাথে দেখা হবে না
বসন্ত নিরুদ্দেশ।
আবেগ ভেসে গেছে বর্ষায়।
গ্রীষ্মের তপ্ততা পুরিয়ে নিয়েছে হৃদয়।
পরন্ত শীতের বিকেলে স্বপ্ন রা স্বাধীন।
আবেগ শূন্য মন জীবন্ত।
আশা বোধহয় একেবারেই নির্লজ্জ।
সে বেঁচে থাকে।
সে বেঁচে থাকার লড়াই করে।
সে বেঁচে থাকার অভিনয় করতে করতে ক্লান্ত,
তবুও সে বেঁচে থাকে।
স্বযত্নে আগলে রাখবো তোমার মিথ্যে গুলো কে।
তাদের দানা দেবো, আলো দেবো।
ঘৃনার জন্ম হয় না।
ফিরে পাবার আশা আজও আকাশ ছোঁয়া নীল।
বসন্ত নিরুদ্দেশ।
নিরুদ্দেশ আত্মা।
নিরুদ্দেশ আত্মা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন