সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

Why Hong-Kong is Important to China? By Arka & Subham

 

Throughout the previous year we are hearing news about protest in Hong-Kong against Chinese aggression. One thing I observed here that the government is not taking as drastic steps against the protesters as it takes against any kind of protest in mainland China.

Why is it so?

Why Chinese army, PLA is not coming to Hong-Kong?

To, analyze these questions we need to look back to history. It was a former British colony, it was ruled by British government from 1841 to 1997. On the year 1997 Britain returned it China under a condition of being governed under  “One country two systems” framework that allows the some freedom that it’s mainland counterparts don’t enjoy. Under this system, Hong-Kong is guaranteed to have some special; status which allows it to negotiate trade and investment agreements with other countries. At the time of amalgamation Hong-Kong’s GDP was 18.4% of China’s GDP.

Mainly there are 4 reasons behind China’s dependency on Hong-Kong. The factors are as follows,

·       Open capital markets,

·       Chinese Yuan goes global,

·       China’s overseas investment,

·       Facilitating China’s trade.

Open Capital Markets

China still has extensive capital controls and often intervenes it’s financial markets and banking system. So, international investors don’t fill comfortable to invest there.

This city has got an open market contrary to the rest of China. So most of the large Chinese companies including giants like Alibaba, JD.com are registered in the Hong-Kong stock exchange in order to get overseas investment.

The Chinese companies who are investing in overseas companies, are also dependent on Hong-Kong stock exchange for doing that.

On the year 2018 Chinese companies have raised $35 billion from Hong-Kong market by IPO. They also had tapped Hong-Kong debt market for 33% of their offshore &usd funding.

Chinese Yuan Goes Global

Hong-Kong’s status as independent international trading centre helps China. According to Bank Of International Settlement, showed that Hong-Kong is the largest market in terms of Chinese Yuan transaction.

 China’s overseas investment

By 2018, Hong-Kong accounted for 55.55% of China’s direct overseas investment according to National Bureau Of Statistics. Chinese companies invest elsewhere in the world through Hong-Kong in order to take advantage of relaxations.

 

China’s Overseas Business

Today at the height of China-US trade war when both of the countries slapped elevated tariffs on each other’s products. Under this rule, exports to US routed through one or more countries will face tariffs based on transaction price on very first stage. Chinese exporters take advantage of this by selling products in a low price to are exporter in Hong-Kong.

So, conclusively we can say China had used Hong-Kong to mislead global investors by portraying herself as liberal to the world and at the same time autocrat leaders of China are trying to snatch freedom from the people of Hong-Kong. We Indians, as historical custodian of peace and liberty should support legitimate demand of Hong-Kong’s independence from China.

(Reference: www.cnbc.com  and https://in.mobile.reuters.com/)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঝড়ের আড়ালে- দোলা সাহা

  অসহায় স্তব্ধতায় বুক দুরু দুরু; ক্ষনিক আশা যাহা ছিল মনে, ভাঙিল তা প্রবল করাঘাতে। বেদনার গ্লানি, আর শোকাতুর মন বাধিল ক্ষনিক আশা একটু স্নেহের পরশ জরাহীন ভারতবর্ষ মুক্ত করো সবে হারিয়ে যেতে দেবনা আমরা গভীর অন্ধকারে শত শত ক্ষত ভরিয়ে তুলব- গভীর মমতায় ভরা স্নেহের প্রলেপে।

অন্য পুজো - পিনাক

  ১ অনেকদিন ধরেই ছেলেটা বায়না ধরেছে এবার পূজোয় একটা নতুন জিন্সের প্যান্টের জন্য। বছরদুয়েক আগে ওর বাবা অন্ধ্রে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়েছিলো, তারপর থেকে আর ফেরেনি। এখনো পর্যন্ত তার কোনো খোঁজখবরও পাইনি সে।পাঁচবাড়ি দুইবেলা কাজ করে কোনোমতে সংসারটা টেনেটুনে চলে যায় আর মিডডে মিলের দয়ায় ছেলের একবেলা পেটটা কোনোরকমে ভরে যায় রোজ। অনেক ইতস্তত করে আজ বড়বাড়ির বৌ এর কাছে পাঁচশ টাকা চেয়েই বসেছিল ফুলমনি ছেলের মুখে হাসি ফোটানোর জন্য। অনেকদিনের বিশ্বস্ত লোক, দু'বছরে একদিনও কামাই করেনি:বড়বাড়ির বৌ তাই টাকার কথাতে একবারের বেশী দুবার ভাবেনি।  আজ বিকেলে মনটা বেশ খুশি ছিল ফুলমনির। টুসিদের বাড়ি থেকে বেরিয়ে বাড়ি না ফিরে সোজা চলে গিয়েছিল বড়রাস্তার ধারে কাঁচের দরজা দেওয়া জামাকাপড়ের দোকানটার দিকে। রাস্তায় গাড়ি বেশী ছিলো না তখন; দোনোমোনো করে রাস্তাটা পেরোতে গিয়েছিল সে। বকুলতলার দিক থেকে বিকট শব্দ করে হঠাৎ একটা গাড়ি চলে আসে দানবের মতো! তারপর... মায়ের ডাকে ঘুমটা হঠাৎ ভেঙে যায় পল্লবের! ধড়ফড়িয়ে উঠে বসে সে বিছানায়... ২ ৩৪ নং জাতীয় সড়ক ধরে শ্যমলকে বাইক চালিয়ে রোজই ফিরতে হয় অফিস থেকে। আজ অফিস থেকে বেড়িয়ে অফিসের ...

পচন- মনোজ কুমার সরকার

  আজ যে কাহিনীর অবতারণা করতে চলেছি পাঠকের কাছে তা নিছক একটি গল্প হলেও আসলে আমার জীবনেই এই বিচিত্র ঘটনাটি ঘটেছিল। অন্তত সেদিন একবিংশ শতাব্দীর যুক্তিবাদী শিক্ষিত মানুষ হওয়া সত্বেও আমি এই ঘটনার জটিল রহস্যের কোন ব্যাখ্যা খুঁজে পাইনি। সেই বিচিত্র ঘটনার দর্শকের ভূমিকা নেওয়া ছাড়া সেদিন আমার আর কিছুই করার ছিল না। বছর দশেক আগের কথা। সেবার গ্রীষ্মের ছুটিতে গেলাম মামার বাড়ি বেড়াতে ।মা, বাবা, ভাই ও আমি অর্থাৎ সপরিবারে ।আমার মামাবাড়ী রানাঘাটে কাপাস ক্যাম্পের কাছাকাছি হরিনাথপুরে। হরিনাথপুর একটি ছোট কলোনি বিশেষ ।দেশভাগের পর বহু ছিন্নমূল মানুষ সেখানে পাকাপাকি তাদের বসতি স্থাপন করেছিল। দিদিমা প্রায়ই বলতেন এখানে আগে ছিল শুধুই জল কচুর বন আর আঁশ শেওড়ার ঝোপ। এমনকি আমি নিজেও ওই অঞ্চলে গিয়ে বেশ কিছু পরিত্যক্ত জলা জমি দেখেছি। প্রোমোটারের নেক নজরে পড়লে সেখানে হয়তো ফ্ল্যাটবাড়ি উঠতে পারত। এমনিতে হরিনাথপুর জায়গাটা আমার ভীষণ প্রিয়। আমরা কলকাতার মানুষ। গ্রামবাংলায় আসি একটু টাটকা বাতাসের খোঁজে, আর হরিনাথপুরে সেসব অফুরন্ত। এমন একটি চমৎকার জায়গায় এসে এত ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে যদি আগে জানতাম তাহলে সে...