অমৃত বলতে বুঝি
বিষাক্ত প্রেম আর তুমি।
বিষাক্ত প্রেম তাই
সুধা ভেবে পান করি ;
জ্বালা করে বুক।
জানি মরতে হবে একদিন ...
হঠাত্।
আমার হলুদ চখে পড়ে
তোমার নীল হাসির ছটা।
প্রেমের আগুনেই একদিন
পুড়ে ছারখার হবে প্রেম।
তবে কি প্রেম করবোনা তোমায়..
প্রেমের ভস্ম পড়ে থাকুক মনে,
জ্বালা অমর হয়ে
উঠুক উর্দ্বে..
সেই জ্বালাতেই অমর হয়ে
থাকবো আমি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন