আমি ভাবতে ভালোবাসি,
হয়তো দূর কোনো দেশে
সবার নিরুদ্দেশে
তুই ব্যস্ত আপন গবেষণায়
মগ্ন নভোবস্তুবিদ্যায়...
হয়তো বন্ধুর হেতু এ বলিদান...
হয়তো নিজের স্বপ্নপূরণের হেতু...
হয়তো আছিস নক্ষত্রের নেশায়...
যেথা স্বপ্ন বাস্তবে মেশায়...
থাক তুই সেই দেশে
সেথা জয় মিলবে শেষে
আমি ভাবতে ভালোবাসি
এ সকল কথা
বাস্তবকে মেনে নেওয়ার
করছি চেষ্ঠা বৃথা
ভাবতে চাইনা আমি
সেই অম্বরটিকে
যেথা হারিয়েছি আমরা
তোর মত এক নক্ষত্রকে

বাকরুদ্ধ হয়ে গেলাম।। অসাধরন হয়েছে।।
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ 😊😊😊
মুছুন