কৈশর
অতিক্রম করে যৌবনের পথে
পা বাড়ানো কিছু কিছু বন্ধু
| বয়সটা বড় বেশী আবেগপ্রবণ,তাদের অনেক ভাবনা ইচ্ছা,
অনেক স্বপ্ন কিছু স্বপ্ন স্বপ্নই
থেকে যায় আর কিছু
বাস্তবে রুপ পায় | তেমনি
'আলোকপাত ' কিছু বন্ধুর স্বপ্ন,
ভাবনা, আশা, প্রচেষ্টা | বন্ধুদের
মধ্যে আড্ডার ছলে প্রস্তাব ওঠে
কিছু একটা করতে হবে
যা মিলিয়ে দেবে সমাজ ও
সাহিত্যকে |প্রস্তাবটা আড্ডাছলে দেওয়া হলেও ভাবিয়েছিল সব
বন্ধুকেই | সাল টা ২০১৩-
৭ই মে, বাংলা ২৫শে
বৈশাখ | রবীন্দ্রজয়ন্তির ছোটো-খাটো ঘরোয়া
অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ
করে 'আলোকপাত' | সেই 'আলোকপাতের' পথ
চলা শুরু | কিন্তু দীর্ঘ আড়াই বছর পর
পথ চলার মাঝে কিছু
কিছু বন্ধু দূরে চলে যায়
পড়াশোনার জন্য | আবার নতুন কিছু
বন্ধু ও আলোকপাতকে আপন
করে নিয়েছে |
এখন
২০১৫ সালে পূজোর ছুটিতে
সব বন্ধু একত্রিত হয়ে পরিকল্পনা করি
একটা পত্রিকা প্রকাশনার | সেই মতো সবাই
লেখা লিখি শুরু করি
, এবং ঠিক করা হয়
পত্রিকাটির নাম হবে 'আলোকপাত'
| আমরা এরপর প্রত্যেক বছর
নিয়মিত ভাবে 2019 পর্যন্ত মোট 5 টি সংখ্যা প্রকাশ
কিরেছি।
এই
বছর 2020 সালে, করোনা আবহে নতুন প্রযুক্তির
সাথে তাল মেলাতে অনলাইনে
আলোকপাত প্রকাশিত হলো। আমাদের ইচ্ছে
আছে অনেক ,ভাবনা আছে অনেক, কিন্তু
সামর্থ সীমিত | আমরা এখন প্রতিদিন
আপনাদের সামনে নতুন নতুন লেখা
প্রকাশ করব।
সৌজন্যে
অজয় সাহা
অর্ক চক্রবর্তী
অয়ন দেবনাথ
স্বাগত ভবাই
উত্তম বিশ্বাস
সোমনাথ দাস
অনীশ ঘোষ
অনুভব ভৌমিক
অয়ন দত্ত
দীপক কর্মকার
সুজয় সাহা
শৌভিক প্রামানিক
রাহুল প্রামানিক
সনৎ দাস

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন