আমি চাইবো না থেকে যেতে,
বলবো না মেপে নিতে,
ভালোবাসার পরিমাপ যদি হয়,
তবুও তা মাপার জিনিস নয়।
আমি জানি তোমার আছে,
তোমারও হয়,
আমার মতই মৃত্যুভয়,
সময় বিশেষে মৃত্যু প্রয়োজন,
মৃত্যুভয় টা জরুরি নয়।
মাঝে মাঝে তাই মরি,
আবার নিজেকে জুড়ি,
তবু ক্ষত থেকে যায় মনে, মনে হয়
ক্ষতে যদিও থাকে বিদ্বেষ ঘৃনা,
লজ্জা ভয় কখনো নয়।

Valo . Valobasa mapa jae na . Vlobasate ghrinna ney thake na . Vlobasate lajjar kichchu ney . Abahela pele vlobasa te fera jae na . Vlobasate vlobasate mrittu voy thake
উত্তরমুছুন