ওদেরো প্রাণ আছে- সুচরিতা ব্যানার্জী
পাথরে মেরো না ঘা
যেন ওদেরো প্রাণ আছে,
শাজাহানের তাজমহলের অন্তরালে
ওদেরো কিছু দাবি আছে।
ওরা চায় না কোনো রাজপ্রাসাদ
কিংবা ভাবে না আকাশকুসুম
তাই বলে কি ওরা চিরটাকাল
মেনে যাবে তোমার হুকুম?
কিছুদিন অবসরে- বন্যা ব্যানার্জী
ফিরতেই দেখি বাড়ির আনাচে কানাচে
ধুলোর পরত।গোলাপ চারায় চাপা অভিমান।
এই সুযোগে এক বটের ডেঁপো মাথা ছাদের ফাটলে বেশ সাহসী হয়ে উঠেছে।
পুবের জানলা টা খুলে দি।ঘর হেসে ওঠে।
তাদের জমানো কথায় দিন ভরে যায়।
আমি শিকড়ের সন্ধান পাই।।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন