সাহিত্য পত্রিকা
খালি পায়ে পেরিয়ে এসেছি সব ঋণ
নিঃস্ব,রিক্ত হাভাতে শরীর টেনে টেনে
মুখ ভাঁজে জড়িয়ে রেখেছি ব্যর্থতার দলিল
খুঁজে যাও যদি কিছু স্বপ্ন খুঁজে পাও তবু
ঘোলাটে চোখে বাসি ইচ্ছের নোলা চেটে তুলি
ঠোঁটে ঝুলিয়ে রাখি বিশ্বাস, জমি,জিরেৎ
নতুন বৌ,আট বছরের জলে ঢোবা ছেলে
আর পারিবারিক নবান্ন উৎসব সব ফেরৎ হবে
হবেই একদিন
বেশ ভাল লাগলো
উত্তরমুছুন