কালোত্ব মাঝে সাদা আবছায়া
নিঃসঙ্গ গ্রহচারী পৃথিবীর বুক
আশ্রিত ছায়ামূর্তি তরুর ন্যায়
জোছনাময় কুয়াশাগুমোট রাত
নিথর পরশে দাঁড়িয়ে থাকে ।
অশ্রুসজল চোখ,
তারার জোনাক ঝলকানি ।
রাঙিত আকাশে শত সহস্র
কবির স্বপ্নজাল বোনা তখনও
থামে না, চলতেই থাকে....
তবু আনন্দ-বেদনায় উদ্বেলিত
ক্ষণিকের মলিন আকাশ
কখনো কাউকে শব্দ তীরে
বিদ্ধ করে না ।
নিজ মধ্যে স্বল্পখসিত তারার
শোক ভুলে টানিত বুকে
বৃদ্ধ-শিশুর প্রেরণা জোগাতে
সোনালী রবি'র প্রহর গুনতে থাকে ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন