ইসস্ , ঘুম থেকে উঠতে আজও খুব দেরি হয়ে গেছে। কিছুদিন ধরে এই এক রোগে পেয়েছে উজানীকে , রাতে কিছুতেই ঘুম আসতে চায় না , আজেবাজে চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায় শুধু আর প্রতিদিন উঠতে দেরি হয়ে যায়। প্রতিদিন ভাবে ডাক্তারের কাছে যাবে , হয়েই উঠছে না। এসব ভাবতে ভাবতেই মা আর বাবার জন্য চা করে দিয়ে নিজে স্নানের ঘরে ঢুকলো।আয়নার দিকে চোখ যেতেই মনে মনে হেসে উঠলো , সত্যি একদিন কতো সাজগোজ , হাসি ঠাট্টা , একডাকে সুন্দরী হিসেবে পরিচিত , প্রেমপত্র , প্রোপোজাল , কত কি !! আর আজ সেই সাজগোজের ধারের কাছেও যেতে ইচ্ছা করে না ওর। নিজের মনেই ভাবতে থাকে কেন এমন হয়ে গেছে ও ! বয়স তো মাত্র পঁচিশ , তবে কেন সাজগোজ ছেড়ে নিজেকে গুটিয়ে নিয়েছে ! এর মধ্যেই ভেসে ওঠে সেই পুরোনো মুখটা , কাপুরুষ একটা , পালিয়ে গেছে সব ছেড়ে , নিজের ভালোবাসার কথা নিজের মুখে যে বলতে পারে না , সে কাপুরুষ ছাড়া আর কিই বা হতে পারে।এই সব ভাবতে ভাবতে হঠাৎ কেঁদে ফেলে উজানী , কেন কাঁদছে ও , কেন কষ্ট হ...