থেমে যেতেই হয় বইকি সময় নিয়েই খেলা । গদির রাজপাট চুলোয় যাক মানুষ আগে মানুষ হোক। গণতন্ত্র নেই গো আর গণতন্ত্র পকেটে টাকা থাকলেই হবে গো সে দেশবাসী। হাঁটতে গিয়ে পায়ের রক্তে তুমি তাকে বরং বলো লক্ষীরচিহ্ন। আমার দেশ আমার সংবিধান লেখা আছে কোথাও বলতে পারো , এমন বিধান! দুই পরিযায়ীদের দু-নিয়ম। কেউ পায় প্লেন , পুঁজিবাদের ক্ষমতায় , কেউ পায় ট্রেনের ধাক্কা , সরকারের অনুদান খাতায়। আশায় আশায় কাটছে দিন , আশাতেই ঘাম ঝড়াচ্ছে। বাড়িটা খুব বেশী দূরে নয় মাত্র কয়েক শো মাইল , তাতে কি , ফিরতে হবে বাড়ি । ভোটের সময় হাজার বুলি মন্ত্রী মশাই দের । এখন ওরা লকডাউনে কাটাচ্ছেন দিন #ফ্যামেলি_টাইম -এ । আরে মশাই ভয় কি আছি তো আমরা এ কষ্ট ঠিক চোখে দেখা যায় না লাইবে এসে চলচ্ছে জ্ঞানের বচন , কেউ কেউ আবার কাঁদচ্ছেন। ভাগ্যিস ওদের স্মার্টফোন নেই দাম আবার পনেরো হাজার । ওরা তবে ঠিক বুঝতো মানুষের মনুষ্যত্ব বোধ যাইনি। ওদের নিয়ে কাঁদচ্ছেন কেউ কেউ স্যোশাল মিডিয়ায়। ভোটার কার্ড , আধার কার্ড -কার্ডের আবার কতো রকম , ঠিক ...