অন্ধকারের চোখ -পারমিতা চক্রবর্ত্তী গোস্বামী
মাঝ রাতের কালো ঠেলে ঘুম ভাঙ্গলো।
একটা কিছু খুঁজছিলাম,স্বপ্নেই মনে হলো।
ঘরটা খালি আমার, বিছানায় বই এলোমেলো।
যতোটা অগোছালো হলে ঠিক,বেকারত্বের কাছে হার মেনে নেয় শিক্ষা,ততটাই বিক্ষিপ্ত মনের কোন গুলো।
জল খেয়ে বসে আছি। অন্ধকার যেন চোখ বুলিয়ে নিচ্ছে আষাঢ়ের বৃষ্টি স্নাত আমার অনাবৃত চিবুক।
হঠাৎ ফোন বেজে উঠলো চেনা মানুষের নামে।
নিকষ কালো অন্ধকারের চোখকে উপেক্ষা করে
কথা চলতে থাকলো।ভোর হলো ভালোবাসায়...!
বিশ্ব দেখো বন্দী হয়েছে - পিয়াষা মহলদার
জীবন আজ করাল মৃত্যুর গ্রাসে।
বিষাক্ত বায়ুতে শুধুই মারণ ভাইরাস
এ যেন আমাদের ভয়ের রাজ্যে বাস।
জীবন চক্র থেমে গেছে রোগের প্রকোপে
বন্দী হয়ে আছি যেন অজানা সন্তাপে।
মিলবে কবে এর থেকে মুক্তির অবকাশ
বিশ্ববাসী সেই আশায় ফেলছে দীর্ঘশ্বাস।

পিয়াষা ভালো লাগলো ।
উত্তরমুছুনপারমিতা সুন্দর লাগলো
উত্তরমুছুনদুই দিদি ই অসাধারণ ❤️
উত্তরমুছুন