সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ঝড়ের আড়ালে- দোলা সাহা

  অসহায় স্তব্ধতায় বুক দুরু দুরু; ক্ষনিক আশা যাহা ছিল মনে, ভাঙিল তা প্রবল করাঘাতে। বেদনার গ্লানি, আর শোকাতুর মন বাধিল ক্ষনিক আশা একটু স্নেহের পরশ জরাহীন ভারতবর্ষ মুক্ত করো সবে হারিয়ে যেতে দেবনা আমরা গভীর অন্ধকারে শত শত ক্ষত ভরিয়ে তুলব- গভীর মমতায় ভরা স্নেহের প্রলেপে।

আজকের কবিতা কোলাজ- সুচরিতা ব্যানার্জী ও বন্যা ব্যানার্জী

ওদেরো প্রাণ আছে - সুচরিতা ব্যানার্জী পাথরে মেরো না ঘা যেন ওদেরো প্রাণ আছে , শাজাহানের তাজমহলের অন্তরালে ওদেরো কিছু দাবি আছে। ওরা চায় না কোনো রাজপ্রাসাদ কিংবা ভাবে না আকাশকুসুম তাই বলে কি ওরা চিরটাকাল মেনে যাবে তোমার হুকুম ?   কিছুদিন অবসরে- বন্যা ব্যানার্জী   ফিরতেই দেখি বাড়ির আনাচে কানাচে   ধুলোর পরত।গোলাপ চারায় চাপা অভিমান । এই সুযোগে এক বটের ডেঁপো মাথা ছাদের ফাটলে বেশ সাহসী হয়ে উঠেছে । পুবের জানলা টা খুলে দি।ঘর হেসে ওঠে । তাদের জমানো কথায় দিন ভরে যায় । আমি শিকড়ের সন্ধান ‌পাই। ।  

প্রতীক্ষা- পাপড়ি সেনগুপ্ত

আর ক'টা দিন পরেই চলে যাবে ভাদর।  আকাশটাতে থাকবে না আর কালো মেঘের চাদর। আশ্বিন এলেই বর্ষা রানির বিদায় নেওয়ার পালা। আসবে শরৎ সাজিয়ে নিয়ে শিউলি ফুলের ডালা। নীল আকাশে হাসবে রোদ ভাসবে মেঘের ভেলা। আগমনীর বাজবে সুর প্রাণে খুশির মেলা। শিশির ভেজা দূর্বা ঘাসে শুনবো মায়ের চরণ ধ্বনি। শিউলি ঝরা শারদ প্রাতে আসবে মা জগৎজননী। আসায় আসায় প্রহর গুনি আগমনীর বার্তা শুনি। গড়ছে কুমোর খড় মাটিতে মায়ের আমার মূর্তি খানি। নদীর পাড়ে মাঠের ধারে ফুটবে কত কাশ ফুল। তারাও যে মায়ের পরশ পেতে অপেক্ষাতে বড়ই ব্যাকুল। দেরি যে আর সয় না মাগো আসবে কবে বলো নাগো? প্রতিক্ষাতে আছি বসে মাগো তুমি এবার জাগো।

Retail Industry, After Pandemic Situation- Subham & Arka

In India Retail sector is mainly divided into three sub sectors, namely Organized Retail, Unorganized Retail and E-Commerce. According to IBEF, from the beginning of this century, organized sector is growing rapidly; it   reached US$ 950 billion in 2018 at CAGR of 13 per cent and is expected to reach US$ 1.1 trillion by 2020. Online retail sales were forecast to grow 31 per cent y-o-y to reach US$ 32.70 billion in 2018. Revenue generated from online retail is projected to reach US$ 60 billion by 2020. Moreover the Indian E-commerce market is expected to grow to US$ 200 billion by 2026 from US$ 38.5 billion as of 2017. So, in a very good situation for retail industry the economy is interrupted by Covid-19 Pandemic. We have tried to forecast future customer traffic in retail industry across these three sub- sectors. We have conducted study on 100 people of different ages, segments and geographical location. Nowadays, people are very much concerned about health security in shops and a...

কাগজের নৌকো- প্রত্যুষ প্রভ কিস্কু

নূপুর চোখের জল মুছতে মুছতে ছুটে আসে -তার নিস্তব্ধতার সর্বশ্রেষ্ঠ আস্তানায় | অনেকটা পথ এসেছে সে - পিছনে ফিরে তাকায়নি একবারেও! পায়ের একটা তোড়া নরম ঘাসের আদলে কোথায় যেন ছিঁড়ে গেছে! ভালো করে দেখে নেয়- "ইসস অনেকটাই কেটেছে!"- হাত বুলিয়ে নেয় আলতো করে, ডান হাতের আঙ্গুল দিয়ে | অন্য হাতে "কাগজের নৌকো" | উঠে দাঁড়িয়ে দেখে নেয় ভালোকরে চারিদিকটা - শুধু নির্জনতা!-আর নদীর জলটা ঝিকমিক করছে- মৃদুমন্দ বাতাসে, গাছের পাতাগুলো দোলতে দোলতে লুকোচুরি খেলছে -মেঘের বুক চিরে আসা রোদের রোশনার সাথে! চোখ বন্ধ করে সে- বুক ভরে নেয় একটা দীর্ঘশ্বাস! উপভোগ করে এই নির্জনতা - তার এই বারো বৎসর বয়সেই অগুন্তি  তিক্ত অভিজ্ঞতা! মনের দেয়ালে অনুরণিত হয় শুধুই বাবার নেশাতুর গর্জন আর -মায়ের চিৎকার করে ভাঙা ঘরের মেঝেতে লুটিয়ে পড়ার শব্দ আর অবচেতন দেহ টা! আর ভাবতে পারেনা সে! চোখের পর্দা গরম হয়ে আসে! তার মনের ছোট্ট প্রজাপতির- পাখা গুলো কে যেন আস্তে আস্তে ছিঁড়ে ফেলছে!- পিষে দিচ্ছে তার প্রিয় সব থেকে প্রিয় -'ঝুমঝুমি' নামে পুতুলটার মাথাটা মাটির সঙ্গে! হৃদপিন্ডটা পাঁজরার খাঁচাতে ধড়াস ধড়াস করতে করতে হঠাৎ যেন দরজা খ...

সেই ছেলেটা- সৌমী আচার্য্য

 পা মুড়ে ছেলেটা আঁকে ঝাঁকড়া মাথায় ওর পায়ের পাতায় সাফল‍্য রোদ্দুর হয়ে খেলে ছেলেটার আলতো দাড়ি বেভুল চোখ সন্ন্যাসী হবার অহংকার ঠোঁটে, চিরস্হায়ী নরম পায়ে হাত রাখি গোপনে,ইচ্ছে মতো ডুবতে চাইলে এমন পদ্ম সরোবরই তো চাই।  খাদির চাদর গায়ে জড়ালে কোপাই জুড়ে শঙ্খ লাগে... কোন মেয়ে ওকে ছেড়ে গেছে? তাকে সই পাতাই। এই ছেলেকে দূরে রাখলেই ভাবসমুদ্র একার কাছে এলেই সৌজন‍্য ঝুলিয়ে রাখি মুখে হিসেব কষে কষে শাড়ির আঁচল টানি ভদ্রতার বাস্তবে চাঁদ ডাকলে চোখ বন্ধ করে দেখি উদাস মুখ জাপটে রাখি অক্ষর দিয়ে আঁচড়ে দিই মাথা অপূর্ণ সাধের মতো টাটকা রেখে বলি এই ছেলেটা আমার সোহাগ মাখবি? অন্ধকার দিগন্তে তারা খসে...

সাপ্তাহিক কবিতা আসর- কণ্ঠে তাপসী সিংহ ( রচনা - অংশুমান কর)